বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ০৬জনের জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ৫৩৯ জনের।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯৪ নমুনা পরীক্ষায় আরও ১০৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সদর উপজেলায় ৬৩ জন, শাজাহানপুরে ১১ জন, শেরপুরে ০৭, কাহালুতে ০৫, ধুনটে ০৫, গাবতলী ০৫, শিবগঞ্জে ০৩, সারিয়াকান্দিতে ০২, সোনাতলায় ০২, দুপচাঁচিয়ায় ০২ ও নন্দীগ্রামে ০১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় ১৮ হাজার ৫০৫ জন আক্রান্ত হয়েছে।
এছাড়া একই সময়ে করোনা থেকে ১৬৫জন সুস্থতা লাভ করেছেন। মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৫৪ জন।
আজ বুধবার বেলা ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন এসব জানান।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৪৯ জন। টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩১ নমুনায় ১৪ জন করোনা পজিটিভ হন। এ ছাড়া এন্টিজেন ও জিন এক্সপার্ট যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD