বগুড়ায় গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে আরও ০৬ জন মারা গেছেন। নতুন মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৬৭১ জন। মৃতদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৬১২ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এই মৃত্যুর তালিকায় উপসর্গ নিয়ে মৃতরা নেই।
করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে বগুড়ার ০৩ জন। এরা হলেন- নন্দীগ্রামের কালিমুদ্দিন (৭০), কাহালুর জাহিদুর রহমান (৬৯) এবং শাজাহানপুরের আনোয়ারা (৭২)। এছাড়া বাকি একজন অন্য জেলার।
একই সময়ে জেলায় নতুন করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরের ৪২, শেরপুরে ১৬, শিবগঞ্জে ৭, দুপচাঁচিয়ায় ৫, গাবতলীতে ৫, শাজাহানপুরে ৪, ধুনটে ২, আদমদীঘি, সারিয়াকান্দি এবং কাহালুতে একজন করে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ২০হাজার ১৩৩জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৯ জন। আর ১ হাজার ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব জানিয়েছেন।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মোট ৪০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৫৮ জন করোনা পজেটিভ হয়। একই প্রতিষ্ঠানে ১০২টি এন্টিজেন পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়। আর জিন এক্সপার্ট মেশিনে ৫ নমুনায় সবার নেগেটিভ ফলাফল আসে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২০টি নমুনায় আরও ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
Posted ১২:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD