বগুড়ায় নন্দীগ্রাম থানার ওসিসহ ইন্সপেক্টর পদমর্যাদার চার পুলিশ কর্মকর্তার বদলি হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, নন্দীগ্রাম থানার ওসি হাসান আলীকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে। তার জায়গায় নারুলী ফাঁড়ি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) আনোয়ার হোসেন নন্দীগ্রাম ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়াও বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মাহামুদুল ইসলামকে নারুলী পুলিশ ফাঁড়ি এবং কোর্ট ইন্সপেক্টর তারিকুল ইসলামকে বনানী ফাঁড়ির ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। দ্রুত তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।
Posted ৮:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD