বগুড়ার নন্দীগ্রামে ইজিবাইক চালক মুকুল হত্যাকাণ্ডের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।
নাটোর ও বগুড়ার শেরপুর থেকে গত শনিবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নন্দীগ্রাম থানা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার টুনিপাড়া এলাকার এমদাদুল হক মিলন, নাটোরের সিংড়া উপজেলার সাতারদিঘী এলাকার আনোয়ার হোসেন প্রামানিক, গুরুদাসপুর উপজেলার পশ্চিম ধানুয়া মধ্যপাড়ার আব্দুল জলিল সবুজ, সুবহান, রাজশাহীর চারঘাটের উত্তর রায়পুর এলাকার ঝন্টু ওরফে বেলাল ও নাজিরুল ইসলাম।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতার জানান, গত ১৬ সেপ্টেম্বর নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নের একটি জমি থেকে ইজিবাইক চালক মুকুল হোসেনের লাশ উদ্দার করে পুলিশ। সে সময় লাশের পরিচয় পাওয়া যায়নি। পরে আত্মীয়-স্বজন তার লাশ দেখে তাকে মুকুল হোসেন বলে শনাক্ত করে।
উল্লেখ্য; ১৫ সেপ্টেম্বর বগুড়া শাজাহানপুর উপজেলার খাদাস উলাল পাড়ার মুকুল হোসেন ইজিবাইকসহ নিখোঁজ হন। পরে মুকুলকে হত্যার অভিযোগে মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে পুলিশ অভিযান চালিয়ে ওই আসামিদের আটক ও ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করে।
Posted ৫:৩১ অপরাহ্ণ | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD