বগুড়া সদরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয়(২৭) হত্যা মামলার প্রধান আসামি স্বাধীন(২৩) দির্ঘ একবছর পলাতক থাকার পর গতকাল রবিবার বগুড়া সদর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে জামিন আবেদন করে। শুনানি শেষে বিচারক আহমেদ শাহরিয়ার তাবিক জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে প্রেরণ করেছেন। স্বাধীন শহরের ধাওয়াপাড়া এলাকার টিয়া মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়,স্বাধীনের বিরুদ্ধে অস্ত্রসহ আরও ৬টি মামলা রয়েছে।
উল্লেখ্য; গত বছরের ২০ জুলাই সন্ধা সোয়া ৭ টার দিকে সদরের কৈপাড়া পুকুরপাড় নামক স্থানে হাফেজ রাকিবুল হাসান হৃদয় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিল। এমন সময় স্বাধীন তার সহযোগীদের সাথে নিয়ে হৃদয়ের দোকানে এসে চাঁদা দাবি করে। হৃদয় চাঁদা দিতে রাজি না হলে কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয় কে ছুরিকাঘাত করে। হৃদয়ের চিৎকার শুনে তার বাবা কড়িতলা এস এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ মাষ্টার এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে ঘাতক স্বাধীন ও তার সহযোগীরা চলে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন ২১ জুলাই সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মৃত্যু বরণ করে। ২২ জুলাই ২০২২ইং তারিখে হৃদয়ের মা মোছাঃ আয়েশা সিদ্দিকা বাদি হয়ে স্বাধীন সহ ৫’জনের নাম উল্লেখ করে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
Posted ৬:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD