ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার আয়োজনে গত ২৬ ফেব্রূয়ারী ২০২৩ জেলা ব্যাপী আযান প্রতিযোগীতায় অংশ নিয়ে খ-গ্রুপ (বড়) থেকে প্রথম হয়েছে মোঃ এহসানুল হক জুনাইদ। ২৮ ফেব্রুয়ারী ক্বিরাতুল কোরআন এক্যাডেমি আয়োজিত ক্বিরাত প্রতিযোগীতায় প্রথম হবার গৌরব অর্জন করেছে জুনাইদ।
জুনাইদ তানজিমুল উম্মাহ মাদ্রাসা, উপশহর শাখার সপ্তম শ্রেনীর ছাত্র। প্রতিযোগীতা দুটি বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্টিত হয়।
জুনাইদ বগুড়ার সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরার ভাতিজা। তার বাবা বিশিষ্ট ব্যবসায়ি মোঃ এনামুল হক টুটুল।
Posted ১১:২৩ অপরাহ্ণ | রবিবার, ০৫ মার্চ ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD