বগুড়া ডিবি’র বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-সস্ত্র ও মাদকদ্রব্য সহ আন্তঃ জেলা ডাকাত দলের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার দুপুর ২টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, অহেদুল ইসলাম পটল (৩৩), বাবলা ফকির (৩৩), মো. সুজন (৩০), মো. জনি (৩৪), আরিফুল ইসলাম আরিফ (৩৭), প্রসেনজিৎ ওরফে সঞ্জিত (৩১), রনি হাসান (২০), সজিব হোসেন (২৫), মনোয়ার হোসেন হীরা (৩৪), মো. আজিম (২৮), আকাশ আহম্মেদ বিপন (৩০), ফারুক আহম্মেদ (৩৬) ও আলম শেখ (৩৫)। তারা সবাই বগুড়া সদর উপজেলার বাসিন্দা।
এই সময় তাদের কাছ থেকে ৩টি স্টীলের অত্যাধুনিক বার্মিজ চাকু, ১টি স্টীলের ছোরা, ১টি কোপ দা, ১টি হাতুড়ি, ১টি কালো রংয়ের স্কচটেপ, ৩০ ফুট লম্বা সাদা রংয়ের লাইলনের রশি, ২টি পাইপ সাদৃশ্য লোহার রড , ৪টি কালো প্লাস্টিকের কভার যুক্ত রড সাদৃশ্য বৈদ্যুতিক তারের খন্ডাংশ , ১কেজি শুকনো মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বগুড়া জেলাসহ বিভিন্ন থানা এলাকায় ডাকাতিসহ ছিনতাই কার্যক্রম চালিয়ে আসিতেছিল বলিয়া স্বীকার করে।
প্রকাশ থাকে যে, ধৃত ১নং আসামী মোঃ অহেদুল ইসলাম পটল এর বিরুদ্ধে ইতিপূর্বে ১০টি, ধৃত ২নং আসামী মোঃ বাবলা ফকির (৩৩) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৮টি, ধৃত ৪নং আসামী মোঃ জনি (৩৪) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি, ধৃত ৫নং আসামী মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৭) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি, ধৃত ৬নং আসামী শ্রী প্রসেনজিৎ ওরফে সঞ্জিত ওরফে সনজিত (৩১) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৪ টি, ধৃত ৮নং আসামী মোঃ সজিব হোসেন (২৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি, এবং ধৃত ৯নং আসামী মোঃ মনোয়ার হোসেন হীরা (৩৪) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মামলা রহিয়াছে।
উল্লেখিত মামলাগুলোর মধ্যে মার্ডার মামলা, এসিড অপরাধ দমন আইন, বিস্ফোরক দ্রব্য আইন, অপহরন, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, চুরি, মাদক ও জুয়া আইনসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে বলে ডিবি সূত্র জানান।
Posted ৩:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD