বগুড়া সদরের ফাপোড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম রকি হত্যা মামলার প্রধান আসামী গাওসুল আজম সহ ০৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের দাবী রকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় আধিপত্য কমে যাবে এমন আশংকা থেকেই তাকে কুপিয়ে হত্যা করে গ্রেপ্তারকৃতরা।
শনিবার দুপুরে বগুড়ার র্যাব কার্যালয়ে কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ নেতা রকি গ্রেপ্তারকৃতদের চঁাদাবাজিসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে বাধা দিয়ে আসছিলেন। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পনামাফিক গত মঙ্গলবার রাতে রকিকে ফাপোর বাজারে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রকির ছোট ভাই রুকু ইসলাম গাওসুল আজমকে প্রধান আসামী করে ২২ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন।
আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার রাতে বগুড়া ও রংপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রকি হত্যা মামলার প্রধান আসামী গাওসুল আজম সহ ০৭ জনকে গ্রেপ্তার করেন তারা। এসময় তাদের কাছে থেকে ০১টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি, চাপাতি ও মোবাইল উদ্ধার করা হয়।
Posted ৪:২৩ অপরাহ্ণ | শনিবার, ৩১ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD