বগুড়া শহরের সেউজগাড়ী কারমাইকেল সড়কের বাসিন্দা, সাবেক ক্রীড়াবিদ ও ঠিকাদার এবং জেলা মহিলা লীগ নেত্রী সাবেরাত ইসলাম মুন্নীর বাবা আনিসুল ইসলাম মিন্টু (৯০) আর নেই। শুক্রবার সকালে তিনি শিবগঞ্জে ছেলের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্বজনরা জানান, শুক্রবাদ বাদ আসর সেউজগাড়ী জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে দাফন করা হয়েছে।
আগামী ২৯ জুলাই শুক্রবার বাদ আসর সেউজগাড়ী জামে মসজিদে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। ছোট মেয়ে বগুড়া জেলা মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য সাবেরাত ইসলাম মুন্নী তার মরহুম বাবার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সকলের দোয়া চেয়েছেন।
Posted ৯:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ২২ জুলাই ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD