বগুড়া সদরের বগুড়া-রংপুর মহসড়কের দিঘলকান্দী নামক স্থানে মাল বোঝাইকৃত ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ট্রাক চালক মিজানুর রহমান বলেন ঢাকা মেট্টো ট-২৪-৩৯৫৮ গাড়ী নিয়ে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থেকে ভাঙ্গারী বোঝাই করে ঢাকা মীরপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাত ৯.১০ ঘটিকার সময় বগুড়া-রংপুর মহা সড়কের দিঘল কান্দি এলাকায় পৌছিলে রাস্তার পাশে কলা বাগান থেকে প্রায় ১০০ জন লোক লাঠি-সোঁটা নিয়ে রাস্তা অবরোধ করে তাকে ও তার হেল্পার মোহাম্মদ আলী কে জোর করে গাড়ী থেকে নেমে দেয়। এ সময় দূর্বৃত্তরা ট্রাকে পেট্রোল ছিটিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ও বগুড়া সদর থানা পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী ঘটনা স্থান আসে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও বগুড়া ফায়ার সার্ভিস ইউনিট এক ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম বলেন, অগ্নি সংযোগ এর ঘটনা ক্ষতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।