বগুড়ার নবাগত পুলিশ সুপার মহোদয় সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম সেবা সম্প্রতি দুপচাঁচিয়া থানা পরিদর্শনে এসে মতবিনিময় সভা করেন। সভায় যানজট নিরসনে স্থানীয় নেতবৃন্দ ট্রাফিক পুলিশ ব্যবস্থার দাবী জানালে তিনি দুপচাঁচিয়ায় ট্রাফিক পুলিশ ব্যবস্থার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি বাস্তবায়নে চারদিনের মাথায় পুলিশ সুপার মহোদয় দুইজন ট্রাফিক পুলিশের ব্যবস্থা করেন। গতকাল রোববার বিকালে ব্যস্ততম দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড চারমাথায় ট্রাফিক পুলিশ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সিও অফিস বাসস্ট্যান্ড যাত্রী ছাউনীর সামনে এক আলোচনা সভা থানার অফিসার ইনচার্জ হাসান আলীর সভাপতিত্বে ও এসআই শাহাজাহান আলী এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহসভাপতি বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা প্রেসকাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, আ’লীগ নেত্রী শামীমা আক্তার মুক্তা, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সনাতন চন্দ্র সরকার, সিএনজি মালিক সমিতির সভাপতি নূর হোসেন ভুট্টু প্রমুখ।
সভায় বক্তারা সকলে মিলে ট্রাফিক আইন মেনে ট্রাফিককে সহযোগিতা করে আকাংখিত এই ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়নের জন্য সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
Posted ৯:৩০ অপরাহ্ণ | রবিবার, ২২ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD