বগুড়ার পল্লীতে মুখোশ পড়া ছিনতাইকারীর মারপিটে একজন আহত, টাকা ও ৩টি মোবাইল ফোন ছিনতাই।
জানা যায়, নামুজা ইউনিয়নরে ভান্ডারী পাড়া গ্রামের মনির পুত্র ছাইফুল ও একই গ্রামের সুকুর পুত্র শাহাদৎ এবং আবুলের পুত্র আকব্বর একটি রিকশা নিয়ে বাড়ী থেকে গত রবিবার (৭ মার্চ) দিবাগত রাত সোয়া ৪টায় দিকে কাহালু উপজেলার তিনদিঘী হাটে আলুর বস্তা প্যাকেজিং করার জন্য যাবার সময় নামুজা-দুপচাঁচিয়া সড়কের পাইকড় ইউপি’র বাড়াদিঘী মাদার তলা নামক স্থানে একটি সাদা পিকাপ গাড়ী রাস্তায় বেরিকেট দিয়ে ৫/৬ জনের একটি সংবদ্ধ মুখোশ পড়া ছিনতাইকারীর দল তাদের গতিরোধ করে এবং কাছে থাকা ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় ও দেশীয় অস্ত্রদ্বারা মারপিট করতে থাকে।
এসময় ছিনতাইকারীর মারপিটে শাহাদৎ আলী (৫০) গুরুত্বর আহত হয়ে পড়ে। স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে আহত শাহাদৎ এর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।
Posted ৮:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud