বগুড়ার ধুনটে মায়দা আক্তার (রজনী) নামের ৮ বছর বয়োসি এক শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। শুক্রবার (০৫ মে) রাত্রি সাড়ে ৭ টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের উত্তর পাশে ও এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মায়দা আক্তার রজনী এলাঙ্গী পশ্চিম পাড়া গ্রামের অটো ভ্যানচালক গাজীউর রহমানের মেয়ে ও এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মায়দা আক্তার রজনী গত (০৪ মে) বৃহস্পতিবার বিকাল অনুমান ৫টার দিকে এলাঙ্গী বাজার থেকে নিখোঁজ হয়। তাহার পর থেকে তার পরিবার ও আত্মীয়স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে খোঁজাখুঁজি একপর্যায়ে শুক্রবার সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টার দিকে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের উত্তর পাশে ও এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে দেওয়ালের সঙ্গে লাগানো পরিত্যক্ত জায়গায় বিভিন্ন লতাপাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় খুঁজে পান তার লোকজন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ও ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার (০৬ই মে) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হবে। তবে ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে শিশু মায়দা আক্তার রজনীকে হত্যা করা হয়েছে। শিগগিরই অপরাধীদের গ্রেফতার করা হবে।
Posted ২:১২ অপরাহ্ণ | শনিবার, ০৬ মে ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD