বগুড়ার দুই পুলিশ কর্মকর্তাকে জনস্বার্থে বদলি করা হয়েছে। বদলি হওয়া দুই কর্মকর্তা হলেন ধনুট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধুবালা ও গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম। কৃপা সিন্ধুবালাকে পাবনা ও সিরাজুল ইসলামকে জয়পুরহাট জেলায় বদলি করা হয়েছে।
আজ রোববার (২৮ আগস্ট) রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আব্দুল বাতেন স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়৷
বিষয়গুলো নিশ্চিত করেছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ। তিনি জানান, রোববার এক আদেশে তাদের বদলি করা হয়৷ দুই থানায় এখনও নতুন কাউকে পদায়ন করা হয়নি।
Posted ৭:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ আগস্ট ২০২২
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD