মহান মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর খন্দকার পাড়া যুব সমাজের আয়োজনে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশিষ্ট আইনজীবী ও উচ্চারণ একাডেমীর পরিচালক এ্যাডঃ পলাশ খন্দকারের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
আল কোরাইশ ফরহাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে তরুন সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাজিবুল করিম রাফি বলেন, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পরিবারের প্রধানকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। ঘুনেধরা সমাজকে পরিবর্তনের জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুবসমাজের প্রচেষ্টায় একদিন গড়ে উঠবে সুন্দর সমাজ। এছাড়াও মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে যুব সমাজ এগিয়ে আসবে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সেতু খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য নাজমুল সরকার, বাজুজ বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন হিরু, নিশিন্দারা ইউনিয়ন যুবলীগ এর সাধারণ সম্পাদক রিজু হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মুক্তাদির খন্দকার সুভোন, জয়নাল আবেদীন।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন মিজানুর রহমান, জাকির হোসেন, ইউসুফ মন্ডল, শামিম হোসেন, নিরব খন্দকার, রবিউস সানী, আব্দুস সালাম, সুমন রহমান, বুলবুল, কনক, শাওন, সাদ্দাম, সজিব প্রমুখ।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। পরে স্থানীয় ছোট্ট সোনামণিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Posted ১০:২২ অপরাহ্ণ | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD