বগুড়ার গোকুলে কাভার্ড ভ্যান চাপায় মতিউর রহমান (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (২৫ জুলাই) সকাল ৯ টায় বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদের সন্নিকটে চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মতিউর দিনাজপু খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের সামছুল আলমের ছেলে। তিনি সিরাজগঞ্জে একটি বেসরকারি সংস্থাতে (এনজিও) কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লকডাউনে কোন যানবাহন না থাকায় নিজ মোটরসাইকেল নিয়েই দিনাজপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন মতিউর। পথিমধ্যে বগুড়ার গোকুল ইউনিয়ন পরিষদের সাথে লাগানো চায়ের দোকানের সামনে মহাসড়কের উপর ভ্যানগাড়ী পার্কিং করে রাখায় মোটরসাইকেল ওখানে থেমে যায়, তখন পিছনে থাকা দ্রতগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় কাভার্ড ভ্যানসহ চালক পালিয়ে যান। ভ্যানগাড়ীটি দ্রত সরিয়ে ফেলা হয়। সড়ক দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন টি এস আই নূরনবী সরকার ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইচার্চ (ওসি) খায়রুল ইসলাম।
ঘটনাস্থলে উপস্থিত টি এস আই নূরনবী সরকার বলেন, দুর্ঘটনায় মতিউর নামে একজন মারা গেছেন। তার মরদেহ এখন আমাদের কাছে আছে। আর কাউকে আটক করা সম্ভব হয়নি।
Posted ৮:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD