গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে গরু চুরির হিড়িক পড়েছে। প্রায় প্রতিরাতেই কোথাও না কোথাও গরু চুরি হচ্ছে। কনকনে ঠান্ডার প্রকোপে গৃহস্থরা গভীর ঘুমের মধ্যেই চুরি হয়ে যাচ্ছে তাদের অতি কষ্টে লালিত-পালিত পশু। থানা পুলিশের টহল ব্যবস্থা জোরদার না থাকার কারণেই গরু চুরির মাত্রা বেরে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
জানা গেছে, গাবতলী সদর ইউনিয়ন পরিষদের সোন্দাবাড়ী মাদ্রাসা পাড়া গ্রামের মৃত আজাহার আলী ফকিরের ছেলে স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রাজ্জাক দীর্ঘদিন যাবত গরু লালন-পালন করে আসছিলো। বর্তমানে একটি বিদেশী গাভিন বোকনা লালন পালন করছিল। প্রতিদিনের ন্যায় রাতে তারা স্বামী-স্ত্রী খাওয়া দাওয়া শেষে গোয়াল ঘরে তালা লাগিয়ে শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতের কোনো এক সময় চোরের দল তার বাড়ি গেট টপকে বাড়ির ভিতরে ঢুকে প্রথমে শয়ন ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দেয়। এরপর গোয়াল ঘরের তালা খুলে গরুটি চুরি করে নিয়ে যায়। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখে গোয়াল ঘরের দরজা খোলা এবং তাদের গরুটি নেই। পড়ে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করেও গরু না পেয়ে গরুর মালিক ইউপি সদস্য রেজাউল করিম রাজ্জাক বাদী হয়ে গাবতলী মডেল থানায় অজ্ঞাত চোরের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
এদিকে গত কয়েক দিন আগে গাবতলী সদর ইউনিয়নের পদ্মপাড়া এবং নাড়ুয়ামালা ইউনিয়নের হামিদপুর গ্রাম থেকেও গরু চুরি হয়েছে।
এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এছাড়াও রাতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Posted ১:১৫ অপরাহ্ণ | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD