বুধবার ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ার অপহৃত কলেজ ছাত্রী ঢাকা থেকে উদ্ধার; মুল অপহরণকারি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
454 বার পঠিত
বগুড়ার অপহৃত কলেজ ছাত্রী ঢাকা থেকে উদ্ধার; মুল অপহরণকারি গ্রেফতার

বগুড়ার আদমদীঘির অপহৃত এইচএসসি ২য় বর্ষের কলেজ ছাত্রী (১৭) দীর্ঘ ৫ মাস পর উদ্ধার করেছে পুলিশ। এসময় মুল অপহরণকারি বিপ্লব ওরফে রাজু (২৫) কে গ্রেফতার করেছেন। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর ৪টায় ঢাকা ওয়ারি থানার স্বামীবাগ এলাকা থেকে ভিকটিম উদ্ধার ও অপহরনকারি বিপ্লবকে গ্রেফতার করা হয়। বিপ্লব ওরফে রাজু ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামের চাঁনমিয়া হাওলাদারের ছেলে। ওইদিন সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা ও গ্রেফতারকৃত বিপ্লবকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে মামলার তদন্তকারি উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান।

মামলা সুত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার তালসন গ্রামের হিন্দু পরিবারের ওই কলেজ ছাত্রী (১৭) এর সাথে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামের চাঁনমিয়া হাওলাদারের ছেলে বিপ্লব ওরফে রাজু (২৫) নামের এক যুবকের মোবাইল ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপর বিপ্লব ওই ছাত্রীকে মোবাইল ফোনে প্রেম প্রস্তাব দিলে রাজি না হওয়ায় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রীকে উত্যক্ত করতো। গত ১৩ এপ্রিল বুধবার সকাল ৯টায় কলেজ ছাত্রী তালশন বাড়ি হতে কলেজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরবর্তিতে ছাত্রীর পরিবার জানতে পারেন ওইদিন বেলা সাড়ে ১১টায় তালশন গ্রামের মোড় হতে আসামী বিপ্লব ওরফে রাজু নামের ওই যুবকসহ অজ্ঞাত আরো ৩/৪ জন মিলে ছাত্রীকে একটি মাইক্রোতে জোড়পূর্বক তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে আদমদীঘি থানায় বিপ্লবকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন।


এদিকে গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার ফোর্সসহ আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর ৪টায় ঢাকা ওয়ারি থানার স্বামীবাগ এলাকা থেকে ভিকটিম উদ্ধার ও মুল অপহরণকারি বিপ্লবকে গ্রেফতার করেন।

Facebook Comments Box


Posted ৯:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

Alokito Bogura || আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!