বগুড়ার আদমদীঘির অপহৃত এইচএসসি ২য় বর্ষের কলেজ ছাত্রী (১৭) দীর্ঘ ৫ মাস পর উদ্ধার করেছে পুলিশ। এসময় মুল অপহরণকারি বিপ্লব ওরফে রাজু (২৫) কে গ্রেফতার করেছেন। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর ৪টায় ঢাকা ওয়ারি থানার স্বামীবাগ এলাকা থেকে ভিকটিম উদ্ধার ও অপহরনকারি বিপ্লবকে গ্রেফতার করা হয়। বিপ্লব ওরফে রাজু ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামের চাঁনমিয়া হাওলাদারের ছেলে। ওইদিন সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা ও গ্রেফতারকৃত বিপ্লবকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে মামলার তদন্তকারি উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান।
মামলা সুত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার তালসন গ্রামের হিন্দু পরিবারের ওই কলেজ ছাত্রী (১৭) এর সাথে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামের চাঁনমিয়া হাওলাদারের ছেলে বিপ্লব ওরফে রাজু (২৫) নামের এক যুবকের মোবাইল ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপর বিপ্লব ওই ছাত্রীকে মোবাইল ফোনে প্রেম প্রস্তাব দিলে রাজি না হওয়ায় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রীকে উত্যক্ত করতো। গত ১৩ এপ্রিল বুধবার সকাল ৯টায় কলেজ ছাত্রী তালশন বাড়ি হতে কলেজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরবর্তিতে ছাত্রীর পরিবার জানতে পারেন ওইদিন বেলা সাড়ে ১১টায় তালশন গ্রামের মোড় হতে আসামী বিপ্লব ওরফে রাজু নামের ওই যুবকসহ অজ্ঞাত আরো ৩/৪ জন মিলে ছাত্রীকে একটি মাইক্রোতে জোড়পূর্বক তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে আদমদীঘি থানায় বিপ্লবকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
এদিকে গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার ফোর্সসহ আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর ৪টায় ঢাকা ওয়ারি থানার স্বামীবাগ এলাকা থেকে ভিকটিম উদ্ধার ও মুল অপহরণকারি বিপ্লবকে গ্রেফতার করেন।
Posted ৯:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD