বগুড়ার গাবতলী উপজেলার কাজী মিলস নামক স্থানের সন্নিকটে চলন্ত মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে পাশের খাদে পড়ে চালকসহ ৪ জন আহতদের ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা হতাহতদেরর উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল সাড়ে ১০টায় একটি সিএনজি চালিতো অটোরিকশা বগুড়া শহরতলীর চেলোপাড়া থেকে যাত্রী নিয়ে সারিয়াকান্দির দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিতো অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি রাস্তার পাশে খাদে উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।গ
Posted ১:৫৭ অপরাহ্ণ | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD