বগুড়া শেরপুরের দশ মাইল নামক মহাসড়কে বগুড়া থেকে ঢাকা গামী চলন্ত বাহি খের বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন।
জানা যায়, গত ১৫ ই নভেম্বর রাত আনুমানিক বারোটার সময় বগুড়া থেকে ঢাকা গামী খের বোঝাই ট্রাক দশ মাইল নামক স্থানে আসার পর কে বা কাহারা কটকেলের মত খের বোঝায় ট্রাকে নিক্ষেপ করে তখন খেরে আগুন ধরিয়ে যায়।
পরে ড্রাইভার ওখানে গাড়ি না থামিয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সামনে এসে ফায়ার সার্ভিসে সহযোগিতা নেয় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকই গাড়িটিতে আগুন নিভাতে সক্ষম হয়।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, আনুমানিক রাত ১২ টার সময় আমাদের ফায়ার সার্ভিসের সামনে আগুন লাগা অবস্থায় একটি ট্রাক এসে দাঁড়ায় আমরা তাৎক্ষণিকই আগুন লাগা ট্রাকটি আগুন নিভাতে সক্ষম হয় ।
পরে ট্রাক ড্রাইভার এর কাছে জানতে পারি দশ মাইল নামক স্থানে আসার পর গাড়িতে কটকেলের এর মত নিক্ষেপ করার পর গাড়িতে আগুন ধরিয়ে যায়। তখন বুঝে উঠতে না পেরে গাড়ি দ্রুতগতির টেনে নিয়ে এসে আপনাদের ফায়ার সার্ভিসের সামনে নিয়ে আসি।
Posted ৪:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD