বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুজ্জামান নাহিদ (২৮)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে শহরের মালগ্রাম ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদুজ্জামান নাহিদ মালগ্রাম কসাইপাড়ার মাছ বিক্রেতা ঝন্টু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে মালগ্রাম ডাবতলায় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে নাহিদকে কুপিয়ে ফেলে রেখে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কারা, কেন তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।
Posted ১০:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ মে ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD