রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় বাংলাদেশ পুস্তক
প্রকাশক বিক্রেতা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ও সাধারন সভা
অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২২ অক্টোবর(শনিবার) সকালে উপজেলা চত্তরে
সবুজসাথী উচ্চ বিদ্যালয়ে হলরুমে বা.পু.স এর উপজেলা শাখার সভাপতি
মো.শামছুদ্দিনের সভাপতিত্বে সাধারন সভা শুরু হয়।
সভায় বক্তব্য রাখেন
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো.শাহাদৎ-উল-
কামাল(জাফর), সদস্য মুনসুর রহমান, উপজেলা কমিটির সাবেক সভাপতি
মো.আবেদ হোসেন মন্ডল, উপজেলা নিতিমালা বাস্তবায়ন কমিটির আহবায়ক রিমন আহম্মেদ বিকাশ প্রমুখ।
উপজেলা সাধারন সম্পাদক
মো.জুলফিকার আলী’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য খোরশেদ আলম(রবিউল), আলহাজ্ব
শামীম শেখ, তরিকুল ইসলাম(কাজল), আরিফুর রহমান, মিলন সরকার, উপজেলা
কমিটির সহসভাপতি আতিকুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক শাহ
শাহিন জাকারিয়া, কোষধ্যক্ষ সুলতান মাহমুদ, আব্দুল কাফি, নুরুল
ইসলাম, সাবেক সাধারন সম্পাদক ফারুক তালুকদারসহ সকল লাইব্রেরীর
মালিকরা।
শেষে মো.শামছুদ্দিনকে সভাপতি ও জুলফিকার আলীকে সাধারন
সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১২ সদস্য বিশিষ্ট উপজেলা
কমিটি গঠন করা হয়।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২২ অক্টোবর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD