বগুড়ার শেরপুর উপজেলার গজারিয়া ও নলডিঙ্গী এলাকায় বাঙালি নদী থেকে রুবেল মিলন ও রাজুর নেতৃত্বে ড্রেজার মেশিন দিয়ে আবারও অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে ছবি সহ সংবাদ পাওয়া গেছে।
জানা যায়, গত ৩ অক্টোবর ২০২০ একই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কতিপয় লোক বাধা দেয় এবং সরকারি জীপ গাড়ি ভাংচুর করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ঐদিন রাতেই ৮ জন মোট ১৩ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। আটককৃতদের মধ্যে অনেকেই এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন। আতংকে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে বেড়িয়েছে। আটককৃতরা বেশকিছু দিন কারাভোগের পর বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি লাভ করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলহাজ্ব হোসেন জানান এই মামলার অভিযোগপত্র এখনও আদালতে পাঠানো হয়নি। এদিকে এই মামলার অভিযোগপত্র আদালতে পাঠানোর আগেই আবারও অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব শুরু হওয়ায় জনমনে আবার অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জনমনে প্রশ্ন “একটি মামলা নিস্পত্তি না হতেই আবারও অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে কোন খুঁটির জোরে।”