বগুড়া সদরের নামুজায় এক শিশু ধর্ষণ থানায় মামলা একজন আটক করার খবর পাওয়া গেছে। জানা যায়, গত ১৫ নভেম্বর (সোমবার) দুপুর সাড়ে ১২টায় নামুজা ইউপির সাহাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র হায়দার আলী (৫০) ভ্যান চালাক কর্তৃক একই ইউপির পাশ্ববর্তী বগারপাড়া গ্রামের মামুনের শিশু কন্যা (৪) কে কৌশলে নাথপাড়া সন্তোষ এর বাড়ীতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ওই শিশু কান্না-কাটি করতে করতে নিজ বাড়ীতে গিয়ে মায়ের কাছে খুলে বলে।
এ সময় শিশুর পরিবার ও স্থানীয় লোকজনের সহযোগীতায় নারী পিপাশু হায়দারকে আটক করে। বগুড়া সদর থানায় সংবাদ দেওয়া হলে এসআই মন্তাজ হায়দারকে থানায় নিয়ে যায়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজা জানান, ওই শিশুর পিতা মামুন বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।
Posted ১১:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD