বগুড়ায় ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তারা বলেন নির্ধারিত মূল্যের চেয়ে তিনগুণ টাকা বেশি আদায় করছেন ওই পরিষদের সচিব ৷ তারপরও সার্ভার বন্ধে অজুহাতে ফিরিয়ে নেয়া হচ্ছে সেবা গ্রহীতাদের ৷ ফলে জরুরী জন্ম নিবন্ধন সনদপত্র থেকে শুরু করে বিভিন্ন স্কুল-কলেজের মূল্যবান জরুরী কাগজ জমা দিতে না পেরে বিপাকে পড়েছেন তারা ৷
বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, সেবা নিতে আসা মানুষদের ফিরিয়ে দেয়া হচ্ছে সার্ভারের ত্রুটির কারণে ৷ অভিযোগকারীরা বলেন, সনদপত্র সরকারি মূল্য ৫০টাকা সরকারি ভাবে নির্ধারিত ফি জমা নেয়ার কথা থাকলেও সেখানে জোরপূর্বক ভাবে আদায় করা হচ্ছে ২শ থেকে ৩শ টাকা ৷
আলোকিত বগুড়া’র প্রতিনিধি বেশী অর্থ নেযার কারণ জানতে চায় সচিব আনোয়ার হোসেন এর কাছে তিনি জানান, পরিষদের চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের নির্দেশ মোতাবেক তিনি এ কাজ করছেন ৷ সেবা বন্ধ থাকার বিষয়ে জানান, সরকারি কোষাগারে ইউনিয়ন পরিষদের রাজস্ব পরিশোধ না করায় তাদের পরিষদের সার্ভারটি বন্ধ করে দেয়া হয়েছে ৷ টাকা পরিশোধ করলে তাদের সার্ভারের কার্যক্রম এর অনুমতি পাওয়া যাবে বলে জানান ৷
পরিষদের সচিব আরো জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল গোফফার রাজস্ব আয়ের ঐ টাকা সরকারি কোষাগারে দিতে না পারায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে ৷
এ ব্যাপারে নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গোফফার জানান, জন্মনিবন্ধনের ১লক্ষ ১৬হাজার টাকা বকেয়া থাকার কারণেই তাদের সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে এর মধ্যে তিনি ৮০হাজার টাকা পরিশোধ করেছেন এবং সেবা নিতে আসা মানুষদের আর সমস্যা হবে না বলে জানান ৷
Posted ১২:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD