বগুড়ার ধুনটে যমুনা নদীর পানি গতিরোধক ও নিয়ন্ত্রন স্পারের প্রায় ত্রিশ মিটার জায়গা জুড়ে ধ্বসে পড়েছে। বৃহস্পতিবার ভোর থেকে এ ধ্বসের শুরু হয়। ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম জানান, বেশ কয়েক বছর আগে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেলের বাড়ির সামনে যমুনা নদীর পানি গতিরোধ ও নিয়ন্ত্রনের জন্য পাথরের ব্লক দিয়ে স্পার নির্মাণ করা হয়েছিল।
ঘটনার দিন বৃহস্পতিবার স্থানীয় কিছু লোকজন স্পারের পাশে গেলে তারা স্পারের একাংশে ভয়াবহ ধ্বস দেখতে পায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভোর থেকে স্পারের ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। প্রায় স্পারের প্রায় ৩০ মিটার অংশ ধ্বসে নেমে গেছে। এখনও স্পারের ভাঙ্গন অব্যাহত আছে।
এবিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, ভাঙ্গনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হয়েছে। স্থানীয়ভাবেও ভাঙ্গনরোধ করার জন্য কোন পদক্ষেপ নেয়া হয়নি।
পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের জন্য লোক পাঠানো হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।
Posted ৯:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD