বগুড়া সদরের গোকুলে সেবার অগ্রগতি বৃদ্ধিকল্পে স্মার্ট পরিবার পরিকল্পনা বিভাগ বিনির্মাণে লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় গোকুল ইউনিয়নের বেহুলার বাসরঘর পাশে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রউফ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪১ বগুড়া- ৬ সদর আসনের জাতীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, পরিবার পরিকল্পনা বগুড়ার উপ-পরিচালক রফিকুল ইসলাম। এতে বক্তারা বলেন, দেশের সকল পরিবারের সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রতিটি ইউনিয়নে (উপজেলা স্বাস্থ্য কমপ্লে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনা করছে যেখানে গ্রামাঞ্চলের সর্বস্তরের জনগণ সহজেই যেতে পারে। এ কেন্দ্রগুলো হতে প্রাথমিক স্বাস্থ্য সেবাসহ পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, সেবা, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ওরস্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হচ্ছে। কেন্দ্রগুলোতে পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ করে স্বাভাবিক প্রসব সেবা এবং প্রয়োজনে উপযুক্ত রেফারেল নিশ্চিত করছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারি পরিচালক (সিসি) ডাঃ আব্দুল মান্নান মিয়া, মেডিকেল অফিসার( সিসি ) ডা: শামসুজ্জামান কিরণ, মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা: মনসুর রহমান , মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: নাজাদ শারমিন ওয়ারদা, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: সামিনা খাতুন, গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাছেত, সাধারণ সম্পাদক আলী রেজা তোতন,স্বাস্থ্য কর্মী আলমাস খান।
বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও গোকুল ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মীবৃন্দ।
Posted ১০:২৩ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD