সোমবার ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ার গোকুলে স্মার্ট পরিবার পরিকল্পনা অগ্রগতি বৃদ্ধিকল্পে মতবিনিময় সভা

গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টার   সোমবার, ২২ মে ২০২৩
25 বার পঠিত
বগুড়ার গোকুলে স্মার্ট পরিবার পরিকল্পনা অগ্রগতি বৃদ্ধিকল্পে মতবিনিময় সভা

বগুড়া সদরের গোকুলে সেবার অগ্রগতি বৃদ্ধিকল্পে স্মার্ট পরিবার পরিকল্পনা বিভাগ বিনির্মাণে লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় গোকুল ইউনিয়নের বেহুলার বাসরঘর পাশে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রউফ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪১ বগুড়া- ৬ সদর আসনের জাতীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, পরিবার পরিকল্পনা বগুড়ার উপ-পরিচালক রফিকুল ইসলাম। এতে বক্তারা বলেন, দেশের সকল পরিবারের সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রতিটি ইউনিয়নে (উপজেলা স্বাস্থ্য কমপ্লে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনা করছে যেখানে গ্রামাঞ্চলের সর্বস্তরের জনগণ সহজেই যেতে পারে। এ কেন্দ্রগুলো হতে প্রাথমিক স্বাস্থ্য সেবাসহ পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, সেবা, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ওরস্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হচ্ছে। কেন্দ্রগুলোতে পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ করে স্বাভাবিক প্রসব সেবা এবং প্রয়োজনে উপযুক্ত রেফারেল নিশ্চিত করছেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারি পরিচালক (সিসি) ডাঃ আব্দুল মান্নান মিয়া, মেডিকেল অফিসার( সিসি ) ডা: শামসুজ্জামান কিরণ, মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা: মনসুর রহমান , মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: নাজাদ শারমিন ওয়ারদা, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: সামিনা খাতুন, গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাছেত, সাধারণ সম্পাদক আলী রেজা তোতন,স্বাস্থ্য কর্মী আলমাস খান।

বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও গোকুল ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মীবৃন্দ।


Facebook Comments Box


Posted ১০:২৩ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!