বগুড়া সদর উপজেলার গোকুল ইউপির রামশহরে পূর্ব সত্রুতার জের ধরে মারপিট থানায় ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোকুল ইউপির রামশহর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র আপেল মাহামুদ বাদী হয়ে বগুড়া সদর থানায় ৫জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, একই গ্রামের মোছাঃ ফেমেলী বেগম, রেজাউল করিম, রনি মিয়া, আশরাফুল আলী ও নাঈম ইসলাম কর্তৃক গত শনিবার সকাল ৮টার সময় পূর্ব সত্রুতার জের ধরে দলবদ্ধ হয়ে এসে এলোপাতারি ভাবে আপেল মাহামুদ ও তার মা এবং স্ত্রীকে মারপিট করতে থাকে। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয় আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীগণ কৌশলে স্থান ত্যাগ করে। বগুড়া সদর থানার এসআই বেদার উদ্দিন অভিযোগটি তদন্ত করিবেন বলে জানা গেছে।
Posted ১১:১০ অপরাহ্ণ | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD