বগুড়ার কাহালুর মুড়ইল ইউনিয়নের বিসনুপুর গ্রামে গত শুক্রবার দুপুরে সরিষার ক্ষেতে ফসল খাওয়ায় একটি ছাগলকে ধরে ক্ষেত মালিক আকবর প্রামানিকের পুত্র শামিম রেজা (৩০) ও তার ভাই সাজেদুর রহমান (৩৫) ছাগলটি ধরে খোয়াড়ে দেয়।
ঘটনাটি জানতে পেরে ছাগলের মালিক একই এলাকার সায়েদের পুত্র শাজাহান ও তার ৪ সহযোগী শাহিন প্রামানিক, শাহিন প্রমানিকের পুত্র শিপন, হ্যাপী ও রবিউলসহ কয়েকজন মিলে দুই ভাইয়ের উপর হামলা চালায় এবং এলোপাতাড়িভাবে মারপিট করার এক পর্যায়ে তাদের পেট, মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে ছুড়িকাঘাত করে ফেলে রেখে যায়।
এরপর এলাকাবাসী এসে দুই ভাইকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলের জরুরী বিভাগে নেন। এরপর তাদের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়। আহত ২ ভাই শামিম ও সাজেদুরের অবস্থা আশংকানক বলে জানান তাদের স্বজনরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত কাহালু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
Posted ২:২৯ অপরাহ্ণ | শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD