বগুড়া -রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শাহীন(৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জানুয়ারী) বেলা ১২টার দিকে বগুড়া- রংপুর মহাসড়কের গোকুল ঈদগা মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন হলেন বগুড়া সদর উপজেলার জয়পুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাহীন গরুর মাংস ক্রয়ের জন্য মহাস্থান বাজার যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। সে বগুড়া স্বর্ণ শ্রমিক ইউনিয়নের সদস্য ও নিজেও একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। তবে ঘাতক ট্রাকটি চাপা দিয়েই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, বেলা ১২টার দিকে মোটরসাইকেল আরোহীকে একটি অজ্ঞাত ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি পড়ে গেলে ট্রাকটি মোটরসাইকেলের আরোহীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শাহীন প্রাণ হারান। মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।
Posted ৭:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD