বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা-মাইক্রোফোন ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি। বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় শহরের সাতমাথায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা করা হয়। হামলার শিকার দুজন হলেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান ও ক্যামেরাপার্সন রবিউল ইসলাম।
বুধবার প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের গৃহনির্মানে দুর্নীতির অভিযোগে তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন তারা দুজন। সমাবেশে দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করা হয়। জড়িতরা ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে, জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেয়ার ঘোষণা দেয়া হয়। তারপরও সুরাহা না হলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে অভিযোগ জানানো হবে বলে জানানো হয়।
মানববন্ধনে একাত্মতা জানিয়েছে টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বাসদ, নিসচা, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বগুড়া লেখক চক্র, স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ আরো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।।
Posted ৪:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
Alokito Bogura | MTI SHOPON MAHMUD