বগুড়ার শেরপুরের কৈগাঁতি বাজারে লায়লা রুহুল স্মৃতি গণ-গ্রন্থাগার এবং লায়লা রুহুল কল্যাণ ট্রাস্ট এর উদ্বোধন করা হয়েছে। বুধবার রাত ৮ টায় কৈগাঁতি বাজারে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ নারী আইনজীবী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা এডভোকেট। ফিতা কেটে এ উদ্বোধন ও ঘোষনা করেন।
উদ্বোধন শেষে লায়লা রুহুল স্মৃতি গণ-গ্রন্থাগার এর সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৈগাঁতি লায়লা রুহুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন, সহকারী শিক্ষক আরিফা খাতুন, সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন (টিক্কা), জাতীয় শ্রমিক লীগ মথুরাপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শিপন শেখ, কৈগাঁতি বাজার জামে মসজিদের ইমাম মো. আওয়াল হোসেন, মো. কামরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সামাজিক অবক্ষয় রোধে তরুণ সমাজকে প্রগতিশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে লায়লা রুহুল স্মৃতি গণ-গ্রন্থাগার বলিষ্ঠ ভূমিকা রাখবে। তরুণদের মোবাইল আসক্তি কমিয়ে বইমুখী করাও এ কর্মসূচীর আরেকটি উদ্দেশ্য।লাইব্রেরীর পাশাপাশি গঠন করা হয়েছে লায়লা রুহুল কল্যাণ ট্রাস্ট, যার মাধ্যমে সুবিধা ভোগ করবে অসহায়, গরিব, মেধাবী শিক্ষার্থী ও জনগন।
Posted ৩:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | Sazu Mia