বগুড়া পৌরসভা নির্বাচনে ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সুজ্জাতুল আলম সুজাত। তার নির্বাচনী প্রতীক (ব্রীজ) মার্কার প্রচারণায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকালে শহরের ১৭নং ওয়ার্ডের ঝোপগাড়ী এলাকার সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন রোডে বিপুল সংখ্যক কর্মী সমর্থক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি।প্রথমেই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অফিস উদ্বোধন ও তবারক বিতরণের পর তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এসময়- কাউন্সিলর প্রার্থী সুজ্জাতুল আলম সুজাত বলেন, আমার মার্কা (ব্রীজ), আমি ব্রীজ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি এখন যেভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছি নির্বাচিত হলে সরকারি সুযোগ-সুবিধা সেভাবে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিব। পৌর করের বিনিময়ে পৌরসভা থেকে প্রাপ্য সকল সেবা আমি শতভাগ নিশ্চিত করবো। মাদকমুক্ত ওয়ার্ড গঠন সহ পরিস্কার-পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত লাইটিং এর মাধ্যমে ১৭নং ওয়ার্ডকে পর্যটক বান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য দলমত নির্বিশেষে আসছে ২৮ ফেব্রুয়ারী ২০২১ইং নির্বাচনে অত্র ওয়ার্ডবাসী সহ সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।
অফিস উদ্বোধন কালে- এনামুল হক মিলন, সজীব আহম্মেদ মানিক, আব্দুল লতিফ, আব্দুল গোফফার বুলু, নিশান, মিঠু, সোহাগ, মনোয়ারা বেগম, নুরজাহান বেগম, কল্পনা বেগম, জোবেদা বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।।
Posted ৫:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD