বগুড়ার সারিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে হত্যার হুমকি প্রদান করেছে খোকন নামে এক ব্যক্তি। নিরাপত্তা চেয়ে সারিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী হাফিজার রহমান। ঘটনাটি ঘটেছে উপজেলার কামালপুর ইউনিয়নের পাইকড় তলী মধ্যপাড়া গ্রামে।
জিডি নং ১২১৫ সুত্রে জানা যায়, পাইকড়তলী মধ্যপাড়া গ্রামের আব্দুস ছাত্তার মন্ডলের ছেলে হাফিজার রহমান(৫৩) এর বসতবাড়ীর আইল সীমানা নিয়ে প্রতিবেশি নবীর মন্ডলের ছেলে খোকন মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। বিরোধ মিমাংসার লক্ষ্যে গত ২৮/০৫/২০২৩ইং তারিখে স্থানীয় আমিন এনে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমি মাপঝোঁক করা হয়। এরই জেরে বিকেল ৪’ টার দিকে খোকন ও তার লোকজন রাম দা, হাসুয়া, লাঠিসোঁটা হাতে নিয়ে হাফিজার রহমানকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। প্রাণের ভয়ে হাফিজার রহমান ও তার লোকজন ঘরে লুকিয়ে পড়েন। স্থানীয়রা খোকন ও তার লোকজনদের ঠেকানোর চেষ্টা করেন। এবং খোকনের হাতে থাকা রাম দা কেড়ে নিয়ে তাদের শান্ত করার চেষ্টা করা হয়। এনিয়ে ২৯/০৫/২০২৩ইং তারিখে ভুক্তভোগী হাফিজার রহমান বাদী হয়ে খোকন সহ ৫’জনের নাম উল্লেখ করে সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ঘটনায় সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী বলেন, তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৬:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ মে ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD