রবিবার ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় উপনির্বাচনে ২টি আসনে মনোনয়ন পেলেন আওয়ামী লীগের রিপু; জাসদের তানসেন

নিজস্ব প্রতিবেদক, আলোকিত বগুড়া   সোমবার, ০২ জানুয়ারি ২০২৩
112 বার পঠিত
বগুড়ায় উপনির্বাচনে ২টি আসনে মনোনয়ন পেলেন আওয়ামী লীগের রিপু; জাসদের তানসেন

বগুড়া-৬ আসনে উপনির্বাচনে রাগেবুল আহসান রিপুকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। রবিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রাগেবুল আহসান রিপু বর্তমানে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

রাগেবুল আহসান রিপু মুঠোফোনে বলেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। গত ২০১৪ সালের নির্বাচনেও প্রাথমিকভাবে আমাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল। পর মহাজোটের প্রার্থীকে সমর্থন দেয়ায় দলীয় স্বার্থে আমার ভোটে থাকা সম্ভব হয়নি। তবে এবার শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকতে আমি আশাবাদী।’


এদিকে, বগুড়া-৪ আসনে জাসদের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত শুক্রবার দুপুরে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে দলের পার্লামেন্টারি নমিনেশন বোর্ডের সভায় দলীয় প্রার্থি হিসেবে
বগুড়া-৪ আসনে সাবেক এমপি ও বগুড়া জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেনের নাম ঘোষণা করে দলটি।

এ কে এম রেজাউল করিম তানসেন মুঠোফোনে আলোকিত বগুড়া’কে বলেন, ‘আওয়ামী লীগ বগুড়া-৪ আসন শরীক দল জাসদকে ছেড়ে দিয়েছে। আমি জাসদ থেকে দলীয় মনোনয়ন পেয়েছি। আশা করছি এবারের নির্বাচনে আমার জয় হবে।’


জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের কারণে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। তাদের মধ্যে বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মোশাররফ হোসেন এবং বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজও ছিলেন।

পরবর্তীতে নির্বাচন কমিশন ওই দুটি আসন শূন্য ঘোষণা করে আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা জানিয়ে তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি মনোনয়নপত্র জমার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি।


Facebook Comments Box

Posted ৬:৩৬ অপরাহ্ণ | সোমবার, ০২ জানুয়ারি ২০২৩

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!