আজ ১২ নভেম্বার রোববার বগুড়া সদর উপজেলার খামারকান্দি মাঠে নিজস্ব ট্রায়াল ফার্মে ইস্ট ওয়েস্ট সীড বাংলাদেশ প্রাইভেট লিঃ কর্তৃক আয়োজিত ক্রপ শো—২০২৩ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমত জাহান বলেন, কৃষিতে উন্নয়ন করতে উচ্চ ফলনশীল জাতের বিকল্প নেই। সময়ের চাহিদা মোতাবেক কৃষিখাতকে ডেভেলপমেন্ট করতে ইস্ট ওয়েস্ট সীড বাংলাদেকে, কৃষি ও কৃষকের প্রতি যত্নবান হওয়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট সীড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কৃষিবিদ জনাব মোস্তাফা কামাল। উক্ত অনুষ্ঠানে বগুড়া, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলার শতাধিক আগ্রহী কৃষক ও কোম্পানির একমাত্র পরিবেশক এসিআই সীডের কর্মকর্তাবৃন্দ, ডিলার, রিটেইলার সহ দুইশতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
উক্ত প্রদর্শনীতে করলা, ঝিঙ্গা, ধুন্দুল, বরবটি, শসা, টমেটো, মরিচ, বাটারনাট, মিষ্টি কুমড়া, চাল কুমড়াসহ ২৬টি ফসলের ১০৫টি জাত প্রদর্শিত হয়। শেষে ইস্ট ওয়েস্ট সীড বাংলাদেশ প্রাইভেট লিঃ কর্তৃক আয়োজিত ক্রপ শো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
Posted ৭:৪৯ অপরাহ্ণ | রবিবার, ১২ নভেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD