জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন দপ্তরের কার্যক্রম সোমবার পরিদর্শন করা হয়েছে। জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দিলরুবা আহমেদ উপজেলা পরিষদের কার্যক্রম ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
এর আগে ডিডি এলজি দিলরুবা আহমেদ বকশীগঞ্জ উপলো পরিষদ কমপ্লেক্সে পৌছলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা প্রকৌশলী শামসুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দুপুরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এসএম আমিন উপস্থিত ছিলেন।
Posted ৮:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD