জামালপুরের বকশীগঞ্জে বাট্টাজোড় ও বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ১০৮জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকারের নিকট উৎসব মুখর পরিবেশে প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন, সাধারণ সদস্য পদে ৩৫জন ও সংরক্ষিত সদস্য পদে ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে বাট্টাজোড় ইউনিয়নে চেয়ারম্যান ৯জন, সাধারণ সদস্য পদে ৩৪জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ , জাতীয় পার্টির প্রার্থী ছাড়া বেশিরভাগ চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
আগামি ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Posted ৯:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD