জামালপুরের বকশীগঞ্জে“দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার দুপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার র্কাযালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু,সফল মৎস্য চাষী মুছা তারেক, প্রশিক্ষিত যুবক রশিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে ৮ জন প্রশিক্ষিত যুবক-যুবতীকে ৫ লাখ টাকার যুব ঋনের চেক ও ৩০ জন যুবক-যুবতীকে বিভিন্ন প্রশিক্ষণের ওপর সনদপত্র বিতরণ করা হয়।
Posted ৩:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০১ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD