সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই। ইউপি নির্বাচনকে সামনে রেখে ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ক্লিন ইমেজ ও শান্ত প্রকৃতির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ ফজলুল করিম নিপু প্রথম উঠান বৈঠক ও দোয়া মাহফিল এর মধ্যে দিয়ে তার নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করেন।
আজ রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের নিউ সোনাতলা গ্রামে আলহাজ্ব মোখছেদ আলীর বাড়ীর উঠানে তারই সভাপতিত্বে উঠান বৈঠক টি অনুষ্ঠিত হয়। এরপর উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন,ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ ফজলুল করিম নিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা খাজা মাষ্টার। এছাড়াও উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন, সহ-সভাপতি মজনু আকন্দ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক সাহাবুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারেজ আলী আকন্দ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা মন্ডল,যুবলীগ নেতা বাবলা মন্ডল, স্বেচ্ছাসেবক লীগনেতা ফারুক হোসেন, শ্রমিকলীগের সভাপতি সাহার আলী,ছাত্র লীগের সভাপতি শোয়েব আক্তার সনি সহ আরো অনেকেই বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলবাড়ী ইউনিয়ন যুবলীগনেতা মোঃ ইসরাইল হোসেন। এ সময় নিউ সোনাতলা এলাকার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
Posted ৯:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD