সিরাজগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের মূল হোতা আব্দুল মুন্নাফ সিদ্দিকী ওরফে মুন্না (২৫) নামের এক অপহরনকারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২’র সদস্যরা। এঘটনায় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আটক আব্দুল মুন্নাফ সিদ্দিকী ওরফে মুন্না উল্লাপাড়া উপজেলার নলকা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসা) মিষ্টার জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ২ মাস আগে ভিকটিমের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে ফোন আসার সুবাদে আসামী আব্দুল মুন্নাফ সিদ্দিকী ওরফে মুন্নার সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের কিছু দিন পর হতে আসামী ভিকটিমকে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দিয়ে আসছিল। ভিকটিম সেই প্রলোভনে রাজি না হওয়ায় গত ১০ জানুয়ারী ২২ তারিখ মাদ্রাসা যাবার সময় রাস্তার উপর থেকে তাকে অপহরণ করে। মামলার তদন্ত সাপেক্ষে ভিকটিমের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।
পরবর্তীতে ভিকটিমের পরিবার অনেক খোজা খুজি করে না পেলে দেবীগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যতন দমন আইনে মামলা করে। যার নং-১০/২২। এরই ধারাবাহিকতায় (১৮ জানুয়ারী) ভোর রাতে র্যাব-১২’র একটি চৌকষ আভিযানিক দল সলঙ্গা নলকা এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মুল হোতাকে গ্রেফতার করে। এঘটনায় গ্রেফতারকৃত আসামীকে দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
Posted ৮:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD