প্রেমিক রাসেল ও জান্নাতী।
বগুড়ার সারিয়াকান্দিতে পরকিয়া প্রেমের টানে এক গৃহবধু প্রবাসী স্বামীর ঘর ছেড়ে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার নিয়ে অন্যের হাত ধরে পালিয়েছে। এ ব্যাপারে গত সোমবার সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়রা ও অভিযোগ সূত্রে জানা যায়, সারিয়াকান্দি ফুলবাড়ী ইউনিয়নের চররামনগর গ্রামের শাফিকুল ইসলাম (৩৪) ৬ বছর পূর্বে বিয়ে করেছিলেন একই ইউনিয়নের গোয়ালবাতান গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জান্নাতি আকতারকে। তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়। তার নাম দেওয়া হয়েছে সিজান আহম্মেদ(৫)।
২০১৮ সালের নভেম্বর মাসে পুনরায় সৌদি আরব যান। এরই ফাকে তার স্ত্রী জান্নাতী আকতার (২৫) এর সাথে প্রতিবেশি রাসেল ফকির (২৩) প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। গত ৮ আগস্ট শফিকুল দেশে ফিরে আসেন। কিন্তু তার স্ত্রী জান্নাতী আকতার গত ১৩ আগস্ট গড়ে ওঠা পরকিয়া সম্পর্ক রাসেল মিয়ার সাথে চলে যায়। এ নিয়ে গ্রামের শালিশী বৈঠকে স্ত্রী জান্নাতী আকতার স্বামী শফিকুলের ঘরে ফিরে আসে কিন্তু ২৪ অক্টোবর সকাল ১১টার দিকে পুনরায় রাসেল মিয়ার সাথে পালিয়ে যায়। সাথে ঘরে রক্ষিত নগদ ৮লক্ষ টাকা ও ২ভড়ি ওজনের স্বর্ণের গহনা নিয়ে যাওয়ার কথা অভিযোগে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) রফিক বলেন, একই অভিযোগ এনে বগুড়া কোর্টে শফিকুল আরো দুটি মামলা করেছেন। তার পরেও আমরা অভিযোগটি খতিয়ে করে দেখছি।
Posted ৪:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD