বগুড়ার সোনাতলায় সারাদেশের ন্যায় ঈদ উপলক্ষে উপজেলা দুটি জায়গায় ৩৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভোবন থেকে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন করেন।
আজ ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন সভাপতিত্বে ভূমিহীন ও গৃহহীন পরিবারের চাবি হস্তান্তর করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এসময় উপস্থিত ছিলেন, এমপি পুত্র সাখওয়াত হোসেন সজল, উপজেলা সহকারী কমিশনার ভূমি পপি খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD