প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ৪ জুন শনিবার বিকালে স্থানীয় বাসষ্ট্যান্ডে শেরপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন শেষে বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী মুন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান মজনু।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ মুন্সি সাইফুল বারি ডাবলু, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ। এছাড়াও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৯:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুন ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD