বগুড়ার সোনাতলা উপজেলা চত্তরে সবুজ সাথাী প্রাথমিক বিদ্যালয়ে আজ ২ ডিসেম্বর সকাল ১১টায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন সমাবেশে উপস্থিত কচিকাচা শিক্ষার্থীদের মা ও অভিভাবকদের উদ্ধেশ্যে বলেন, মা কথাটি অতি ছোট হলেও মায়েরাই হলো তাদের সন্তানের প্রথম শিক্ষক। একজন মায়ের কাছে তার সন্তান হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তাই সবার চেয়ে মায়েদেরকেই সন্তানের পড়া-লেখার প্রতি খেয়াল রাখতে হবে। শিক্ষিত মায়েরাই পারেন একটি শিক্ষিত জাতি উপহার দিতে।
তিনি মহামারী করোনা ভাইরাসের কারনে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সন্তানদেরকে নিয়মিত স্কুলে পাঠানোর উপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের সভাপতি পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফজলে রাব্বী’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা, সহকারী শিক্ষা অফিসার এএসএম শফিউল আলম, এনায়েতুর রশিদ, রেজাউল করিম, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা
ফরহাদ,আনিছুর রহমান ও মায়েদের মধ্যে মহিলা সদস্য রুবি বেগম প্রমুখ।
এ সময় সাংবাদিক প্রভাষক ইকবাল কবির লেমন, সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ, আব্দুর রাজ্জাক ও শিক্ষানুরাগী জাকির হোসেনসহ শিক্ষার্থীদের মা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Posted ৭:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD