বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক প্রতিদিনের কাগজের অনলাইন, মাল্টিমিডিয়া বিভাগ ও ই-পেপারের শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক প্রতিদিনের কাগজের উপদেষ্টামন্ডলীর সভাপতি ও ত্রিশাল পৌরসভার মেয়র আনিছুজ্জামান আনিছের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য।
এ সময় প্রতিদিনের কাগজের অনলাইন, মাল্টিমিডিয়া বিভাগ ও ই-পেপারের শুভ উদ্বোধন ঘোষণা করেন দৈনিক প্রতিদিনের কাগজ মিডিয়া লিমিটেড এর পরিচালক খায়রুল কবির সায়মন।
দৈনিক প্রতিদিনের কাগজের উত্তরাঞ্চল সংবাদদাতা শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের কাগজ মিডিয়া লিমিটেড এর পরিচালক আব্দুল্লাহ মোঃ আরাফাত খান, জনপ্রিয় চিত্রনায়ক যুবরাজ খান, সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট আব্দুল্লাহ-আল-বাকী, দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সেক্রেটারি কাজী বোরহান উদ্দিনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় চারণ সাংবাদিক মনোনেশ দাস, সমরেন্দ্র বিশ্ব শর্মা, এনামুল হক বাবুলসহ সাংবাদিকতা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা শতাধিক ব্যক্তিকে পদক ও সম্মাননা দেওয়া হয়।
Posted ৯:০২ অপরাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD