বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। দেশ এখন উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, সারাদেশের ন্যায় গাবতলী পৌরসভায় দৃশ্যমান ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে দলমত নির্বিশেষে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী শিলুর নৌকার বিজয় নিশ্চিত করুন। নৌকার মাঝি শিলুকে নির্বাচিত করে গাবতলী পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার সুযোগ দিন।
আজ শুক্রবার রাতে গাবতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভাধীন ২নং ওয়ার্ড আ’লীগ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিএম মুসা পেস্তা, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জাকির হোসেন নবাব, গাবতলী উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আ’লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, সদস্য আলমগীর স্বপন, উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ভূলন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মেয়র প্রার্থী মোমিনুল হক শিলু, বগুড়া সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted ৪:১০ অপরাহ্ণ | শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD