রাজবাড়ীর পাংশায় পুত্রবধুকে বিয়ের ১০ দিনপর গলায় ফাঁস নিয়ে হামিদুুল (৪৫) নামের এক ব্যাক্তির গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) দিবাগত রাতে উপজেলার পাট্টা ইউনিয়নে পুঁঁইজোর খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই বছর পূর্বে বালিয়াকান্দি রামদিয়া বারমল্লিকা গ্রামের কাশেম মন্ডলের মেয়ে জাহানারা (২০) এর সাথে হামিদুলের ছেলে নয়ন (১৮) এর সাথে পারিবারিক ভাবে বিয়ে সম্পুর্ন হয়। বিয়ের পর এক ছেলে সন্তান হয় এই দম্পতির। এর মধ্যে শ্বশুরের সাথে অনৈতিক সম্পর্কে জরিয়ে পরে পূত্রবধৃ জাহানারা। বিষয়টি এলাকায় জানাজানি হলে ঘরোয়া ভাবে এটার সমাধানের চেষ্টা চলে। তবে তা সম্ভব হয় না। লোক-লজ্জা ও পারিবারিক কলহের জেরে হামিদুল আত্বহত্যা ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন এলাকাবাসী।
জাহানারার স্বামী নয়ন আমাদের সংবাদদাতা’কে বলেন, আমার স্ত্রী জাহানারা গত ১০ ফেব্রুয়ারী কোর্টের মাধ্যেমে আমাকে ডিভোর্স দেয় এবং ২০ ফেব্রুয়ারী কোর্টের মাধ্যমে আমার পিতা (হামিদুল) কে বিয়ে করে। বিষয়টি জানাজানি হলে আমাদের সংসারে অশান্তির সৃষ্টি হয়। গত ২৪ ফেব্রুয়ারী রাতে কিছু অজ্ঞাত লোক এসে আমার পিতাকে ডাকাডাকি করে এবং ঘর থেকে বের হয়ে আসতে বলে। আমার পিতা বেশ ভয় পায়। রাত ১১টার দিকে আমার পিতা নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্বহত্যা করে। বিষয়টি (আমার স্ত্রী) জাহানারাও গলায় রশি পেঁচিয়ে আত্বহত্যার চেষ্টা করে। তবে তা সম্ভব হয়নি বলে জানান নয়ন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধা করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পাইনি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৯:০৮ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD