সমাজের অপরাধ দমনে জনসম্পৃক্ত যে পুলিশী ব্যবস্থা সেটি আমরা গড়তে চাই। আমরা যদি কার্যকরভাবে পুলিশী তৎপরতার মধ্য দিয়ে সমাজের সম্মানিত নাগরিকগণকে আমাদের পাশে নিয়ে তাদেরকে যদি ঐক্যবদ্ধ করতে পারি, শুভদ যারা আছেন তাদেরকে যদি অসুরের বিরুদ্ধে এক করতে পারি, তখনই কিন্তু আর কোনো অপরাধ সংঘটিত হবে না।
কোনো অপরাধী চক্রও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এজন্যই বঙ্গবন্ধুর অসাম্পদায়িক চেতনার বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের সবার আশার আলো, তিনি আমাদের চেতনার বাতিঘর। জাতির পিতার তনয়া আমাদের আলোক বর্তিকা। দেশ এখন ঘুড়ে দাঁড়িয়েছে।
আমাদের সবাইকে মাথায় রাখতে হবে জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মান করতে হবে এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে এই বাংলাদেশের প্রত্যেককেই উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে হবে।
১লা মার্চ মঙ্গলবার দুপুরে দুপচাঁচিয়া পৌর এলাকার হাটখোলা মন্দিরে শিব মন্দিরের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম সেবা।
দুপচাঁচিয়া হাটখোলা কালী, রাস ও শিব মন্দির কমিটির আয়োজনে মন্দির কমিটির সভাপতি রতিকান্ত বসাক এর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় পৌর কাউন্সিলর বৃন্দ,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সনাতন ধর্মালম্বী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী সভার পূর্বে প্রধান অতিথি ফলক উন্মোচন, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মন্দিরের উদ্বোধন করেন।
Posted ৯:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura