পাবনার বেড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক বাবু শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খোন্দকার।
গত ১০ ডিসেম্বর বেড়া উপজেলা পরিষদের উপ নির্বাচন নৌকা প্রতীকে ৯৭ হাজার ৯ শ ৬ ভোট পেয়ে বিজয়ী হয় রেজাউল হক। । তার নিকট তম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী রইচ উদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫শ ১১ ভোট। জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আলী আহাদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৮শ ৮২ ভোট। স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ২৫৩ ভোট।
শপথ গ্রহণের পর নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক বাবুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল।
এছাড়া মঙ্গলবার ঈশ্বরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ নায়েব আলী বিশ্বাস শপথ গ্রহণ করেছেন।
Posted ১০:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD